আঁধার আর মোমবাতি অথবা লোডশেডিং এর কবিতা।



                           
গোধূলি ত্বক, অপলক, ছেঁড়া কথার মাঝে গহন শূন্যতা।
মলিনতার স্থূল ইতিবৃত্ত, রঙ চটে যাওয়া হাসির ব্যঞ্জনা।
পঞ্চেন্দ্রিয় নিস্পলক, ফুরিয়ে যাওয়া চেনা মুখ,দীর্ঘশ্বাস বারবার। হাওয়া বয়ে যায়, আলো আর অন্ধকারের মাঝে ধূসর আস্তরণের দুপুর আর বিকেল, অবসন্ন জানালার ধারে বেড়াল এক পা দুই পা করে দৃষ্টির সীমানা ছাড়িয়ে ফিরে আসে; বছরের মাঝে দুই চারদিন লোডশেডিং, শীতের শিশির হয়ে নিঝুম শব্দেরা চারপাশে, নিরন্তর। পূর্বপুরুষের লণ্ঠন হয়ে মোমবাতি ফিরে আসে, আঁধারের সাঁঝবেলায় জন্মান্তর, পোকায় কাটা হলুদ পাতা। ঘাসজমিতে কলরব, ঝিঁঝিঁ পোকা, ঘড়ির কাঁটা, ক্লান্ত দিন।

Popular posts from this blog

Lichess 100000+ Mate in two&Mate in three examples.

A Technical Guideline for Chessbase 18 (Part 1)